মঙ্গলবার । ডিসেম্বর ১৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৪ জানুয়ারী ২০১৫, ৪:২৪ অপরাহ্ন
শেয়ার

মিরপুরে ঝুটপট্টিতে আগুন


fireরাজধানীর মিরপুর ১০ নম্বরের ঝুটপট্টিতে আগুন লেগেছে। বুধবার দুপুর ২টায় দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে যাচ্ছে। ফায়ার সার্ভিস হেড কোয়াটারের ডিউটি অফিসার শাহজাদি সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রন কক্ষ থেকে জানানো হয়, দুপুর পৌনে দুইটার দিকে স্থানীয় লোকজন আগুন লাগার খবর দেয়। সাথে সাথে ফায়ার সার্ভিসের ১২ টি ইউনিট সেখানে ছুটে যায়। তারা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া আগুন লাগার কারণও এখন পর্যন্ত জানা যায়নি।