Search
Close this search box.
Search
Close this search box.

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, বাদ পড়লেন তাসকিন

tossভারতের সঙ্গে নিদাহাস ট্রফিতে নিজেদের তৃতীয় ম্যাচে টসে জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। আগের দুই ম্যাচে একই একাদশ খেলালেও এবার এসেছে একটি পরিবর্তন। পেসার তাসকিন আহমেদের জায়গায় এসেছে আবু হায়দার রনি। ২০১৬ সালে ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে নিজের শেষ ম্যাচটি খেলেছিলেন রনি। সব মিলিয়ে খেলেছেন ৫টি টি-টোয়েন্টি।

একটি পরিবর্তন এসেছে ভারতীয় দলেও। পেসার জয়দেভ উনাডকটের জায়গায় এসেছেন মোহাম্মদ সিরাজ। এর আগে ২টি টি-টোয়েন্টি খেলেছেন এই ডানহাতি পেসার।

chardike-ad

প্রথম ম্যাচে ভারতের সঙ্গে হারলেও শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশের। আর শ্রীলঙ্কার কাছে হারের পর টানা দুই ম্যাচ জিতেছে ভারত। ফাইনালে যাওয়ার লড়াইয়ে এই ম্যাচটি তাই গুরুত্বপূর্ণ বাংলাদেশের।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু হায়দার রনি, নাজমুল ইসলাম অপু।

ভারত একাদশ: শিখর ধাওয়ান, রোহিত শর্মা, লোকেশ রাহুল, সুরেশ রায়না, মনিশ পান্ডে, দিনেশ কার্তিক, বিজয় শংকর, ওয়াশিংটন সুন্দর, যুঝভেন্দ্র চাহাল, শারদুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ