Search
Close this search box.
Search
Close this search box.

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো এলাকার পরিত্যক্ত মালামালের স্তূপ থেকে ৬৪ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) রাতে ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা এগুলো উদ্ধার করে। ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের আমদানি কার্গোতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অনেকগুলো স্বর্ণের বার উদ্ধার করা হয়। পরে গণনা করে দেখা যায়, সেখানে ১০০ গ্রাম ওজনের মোট ৬৪০টি বার ছিল।

chardike-ad

সহকারী কমিশনার মো. সোলাইমান হোসেনের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ ডিসেম্বর সিঙ্গাপুর থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট নং-বিজি০৮৫ এর মাধ্যমে ১টি কাঠের ক্যারেট এবং একই ফ্লাইটে শনিবার (২৮ ডিসেম্বর) ৩টি ক্যারেটের কাঠামোর মধ্যে অভিনব উপায়ে এগুলো লুকিয়ে আনা হয়। উদ্ধার স্বর্ণগুলোর মোট ওজন ৬৪ কেজি। আনুমানিক বাজার মূল্য প্রায় ৩২ কোটি টাকা।

কাস্টমস কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, কারা এই স্বর্ণগুলো এনেছে, কার কাছে যাওয়ার কথা ছিল সেটা আমরা তদন্ত করে দেখব।