Search
Close this search box.
Search
Close this search box.

৬ দিনের ছুটিতে যাচ্ছে বাংলাদেশের সংবাদপত্র

প্রথমবারের মতো ঈদে ৬‌ দিনের ছুটিতে যাচ্ছে সংবাদপত্র। সাধারণ নিয়ম অনুযায়ী, সংবাদকর্মীরা ঈদের ছুটি কাটান তিনদিন। তবে এই বছর প্রথমবারের মতো পবিত্র ঈদ-উল-ফিতর এবং বাংলা নববর্ষ উপলক্ষে ৯ থেকে ১৪ এপ্রিল – এই ৬ দিনের ছুটি পেয়েছেন সংবাদপত্রে কর্মরত সংবাদকর্মী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আজ শনিবার (৬ এপ্রিল) বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতি (নোয়াব) এর নতুন কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

chardike-ad

সংবাদপত্রের অফিস কার্যক্রমের রীতি অনুযায়ী, প্রতি বছর ২৯ রমজান থেকে ঈদের তিন দিনের ছুটি ভোগ করেন সংবাদকর্মীরা। রমজান মাস ৩০ দিন পূর্ণ হলে এই ছুটি চার দিনে পরিণত হয়। সে হিসাবে চলতি বছর ৯ থেকে ১২ এপ্রিল পর্যন্ত সর্বোচ্চ ছুটি হওয়ার কথা। কিন্তু এবার ঈদের ছুটির এক দিন পর ১৪ এপ্রিল বাংলা নববর্ষ হওয়ায় মধ্যবর্তী একদিন অবশিষ্ট থাকে। এজন্য বাংলা নববর্ষের আগের দিন ১৩ এপ্রিল বিশেষ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে নোয়াব।

এর আগে কখনো টানা ছয় দিনের ছুটি পাননি সংবাদপত্রে কর্মরত কর্মীরা। ফলে এ নিয়ে অনেক সংবাদকর্মীকেই সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যত উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে।