Search
Close this search box.
Search
Close this search box.

ঢাকায় কখন, কোথায় ঈদ জামাত

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আগামীকাল বৃহস্পতিবার (১১ এপ্রিল) উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদ-উল-ফিতরের মূল অনুষঙ্গ ঈদ জামাত। ঢাকায় কোথায় কোথায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে তা এখানে জানানো হলো।

ফাইল ছবি

রাজধানীর প্রথম ও প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে আটটায়। ঈদ জামাতে ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন এবং মুক্বাবির হিসেবে থাকবেন বাইতুল মোকাররম মসজিদের মুয়াজ্জিন ক্বারী মুহাম্মদ হাবিবুর রহমান।

chardike-ad

অন্যদিকে আবহাওয়া প্রতিকূল থাকলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে ঈদের পরপর পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৭টা থেকে শুরু করে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত এই ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন, ঢাকার দুই সিটি কর্পোরেশন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং স্থানীয় সূত্রে বিভিন্ন মসজিদে ঈদের জামাতের সময় সম্পর্কে তথ্য জানা গেছে।

ঈদের দিন সকাল সাড়ে সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ মসজিদুল জামিআতে ঈদের দুটি জামাত যথাক্রমে সকাল আটটায় এবং নয়টায় অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মসজিদ, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল সংলগ্ন লন এবং আজিমপুরের ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকার বায়তুন নূর জামে মসজিদে সকাল আটটায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েটে) পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সোয়া ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে। আবহাওয়া অনুকূলে না থাকলে খেলার মাঠের পরিবর্তে নামাজ বিশ্ববিদ্যালয়ের ৩টি মসজিদে অনুষ্ঠিত হবে। প্রথম জামাত বুয়েট কেন্দ্রীয় মসজিদে সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত বকশি বাজার বায়তুস সালাম মসজিদে সকাল ৮ টায় এবং আজাদ আবাসিক এলাকা মসজিদে সকাল ৮টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে।

রাজধানীর পল্লবীর ২ নম্বর ওয়ার্ড হারুন মোল্লাহ ঈদগাহ মাঠে সকাল সাড়ে সাতটায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। মিরপুর-১ এর মধ্য পাইকপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায়।

কামরাঙ্গীরচর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় একমাত্র ঈদ জামাতটি সকাল আটটায় অনুষ্ঠিত হবে।

মিরপুর ১১ নম্বরের মসজিদ বায়তুল ফালাহ কমপ্লেক্সে প্রথম জামাত সকাল সাড়ে সাতটায় ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে।

আরমানিটোলা মাঠে জামাত হবে সকাল নয়টায়। মাতুয়াইল দরবারে মোজাদ্দেদিয়ায় সকাল সাড়ে আটটায় ও নয়টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে।

সায়েদাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরিফে ঈদের জামাত হবে সকাল আটটায়। পল্লীমা সংসদ মাঠে সকাল পৌনে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

মোহাম্মদপুর জয়েন্ট কোয়ার্টার জামে মসজিদে ঈদের দুটি জামাত হবে। প্রথমটি সকাল আটটায়, দ্বিতীয়টি নয়টায়। একই এলাকার হযরত হানজালা (রা.) মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে সাতটায়।

কারওয়ান বাজারের আম্বর শাহ শাহী মসজিদে ঈদের দুটি জামাত হবে। প্রথমটি সকাল আটটায়, দ্বিতীয়টি সকাল নয়টায়।

কামরাঙ্গীরচর হাফেজ্জী হুজুর মসজিদ ও মাদরাসায় পবিত্র ঈদুল ফিতরের একটি জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায়।

কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে তিনটি জামাত যথাক্রমে সকাল ৭টা, ৮টা ও ৮টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। দারুস সালাম মীরবাড়ি আদি (মাদবর বাড়ি) জামে মসজিদে সকাল সাড়ে সাতটায় ও সকাল আটটায় দুটি জামাত অনুষ্ঠিত হবে। পুরান ঢাকার লক্ষ্মীবাজার মিয়া সাহেবের ময়দান খানকা শরীফ জামে মসজিদে সকাল ৭টায়, লক্ষ্মীবাজার নূরানি জামে মসজিদে সকাল পৌনে আটটায় ও সকাল সাড়ে আটটায় দুটি জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়াও রাজধানীর পূর্ব রামপুরার ছালামবাগ জামে মসজিদ, বায়তুল আমান জামে মসজিদে সকাল আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

মোহাম্মদপুরের মসজিদ-এ-তৈয়্যেবিয়ায় সকাল আটটা ও সকাল নয়টায় দুটি জামাত হবে। গুলশান আজাদ মসজিদে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল ছয়টা, সাড়ে সাতটা এবং সাড়ে নয়টায়। সাভারের ভাগলপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

যাত্রাবাড়ীর উত্তর কুতুবখালী জামে মসজিদে দুটি জামাত হবে। প্রথমটি সাড়ে সাতটায়, দ্বিতীয়টি সাড়ে আটটায়।

এলিফ্যান্ট রোডের অ্যারোপ্লেন মসজিদ, মালিবাগের আবুজর গিফারী কলেজ মাঠ, পশ্চিম আগারগাঁও দারুল ইমান জামে মসজিদ, গেন্ডারিয়া ইস্ট অ্যান্ড ক্লাব মাঠে সকাল আটটায়; কলাবাগানের বশিরউদ্দিন রোড জামে মসজিদ, ২/২ দারুস সালাম মিরপুর ফুরফুরা দরবারের মারকাজে ইশাআতে ইসলাম মসজিদ কমপ্লেক্স, কামরাঙ্গীরচর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, নারিন্দার মশুরীখোলা শাহ্ সাহেব বাড়ি জামে মসজিদ এবং বনানী কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।