Search
Close this search box.
Search
Close this search box.

আবারো হিট অ্যালার্ট জারি আবহাওয়া অধিদপ্তরের

হিট অ্যালার্ট
ফাইল ছবি।

দেশজুড়ে চলমান তাপপ্রবাহের মাঝেই আবারো তিনদিনের হিট অ্যালার্ট জারি করলো আবহাওয়া অধিদপ্তর। এসময় বাতাসে জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধির আশঙ্কা জানিয়েছেন তাঁরা।

সোমবার (২২ এপ্রিল) আবহাওয়াবিদ মোঃ বজলুর রশীদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

chardike-ad

এরা আগে গত শুক্রবার (১৯ এপ্রিল) দেশজুড়ে তিনদিনের হিট অ্যালার্ট জারি করেছিলো আবহাওয়া অধিদপ্তর।

আজকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পাবনা ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী, টাঙ্গাইল, যশোর ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। এছাড়াও শ্রীমঙ্গল ও চাঁদপুরসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এদিকে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।