দোয়া করি রোহিঙ্গারা যেন পরবর্তী ঈদ নিজেদের মাতৃভূমিতে উদযাপন করতে পারেন

 

chardike-ad

ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ও কক্সবাজারের শরণার্থী শিবিরে বসবাসরত ১২ লাখ রোহিঙ্গাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামীকাল সোমবার (৩১ মার্চ) বাংলাদেশে ঈদ উদযাপিত হবে।

আজ (৩০ মার্চ) সকালে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের তৈরি করা একটি ভিডিও ক্লিপ প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা হয়।

ভিডিওর ক্যাপশনে প্রধান উপদেষ্টা বলেন, ‘সবাইকে ঈদ মোবারক। এই নিরাপদ ও আনন্দময় ঈদে আমাদের মনে রাখতে হবে, আমাদের দেশে ১২ লাখেরও বেশি অতিথি দুঃখে দিন কাটাচ্ছে।’

 

‘আমি দোয়া করি, তারা যেন পরবর্তী ঈদ নিজেদের মাতৃভূমিতে উদযাপন করতে পারেন।’

বাংলাদেশ ১২ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। মিয়ানমারে সহিংস নির্যাতনের শিকার হয়ে তারা কক্সবাজারের শরনার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন। নিজ দেশে তাদের কাজ বা শিক্ষা গ্রহণের সুযোগ সীমিত।

প্রধান উপদেষ্টা আগামীকাল সকালে সাড়ে ৮টায় ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন।

তিনি তেজগাঁওয়ে তার কার্যালয়ে বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।