নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ এনে তার পদত্যাগ দাবি করেছিল হেফাজতে ইসলাম। সেই নাদিরা ইয়াসমিনকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে।
সোমবার (২৬ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ওএসডি করে সাতক্ষীরা সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে ওএসডি কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজে ইনসিটু উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মেহেরুন্নেছাকে এএসডি রেখে সংযুক্ত করা হয়েছে গৌরিপুর সরকারি কলেজে।
ওএসডি ও ঢাকা সরকারি ট্রেনিং কলেজে ইনসিটু সহযোগী অধ্যাপক রাবেয়া খাতুনকে পদায়ন করা হয়েছে গার্হস্থ্য অর্থনীতি কলেজে।
এছাড়া ঢাকা হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মলয় কুমার সাহাকে সরকারি ট্রেনিং কলেজ থেকে পদায়ন করা হয়েছে সিলেটের সরকারি ট্রেনিং কলেজে। আর ওএসডি ও ইনসিটু রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আসাদুল আলমকে ওএসডি রেখে সংযুক্ত করা হয়েছে রড়িয়া সরকারি কলেজে।