বৃহস্পতিবার । জুলাই ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৫ জুলাই ২০২৫, ১:৫৪ অপরাহ্ন
শেয়ার

সারা দেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার আরও ১৫৪২


সারা দেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার আরও ১৫৪২

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১ হাজার ১০৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৪৩৩ জন।

শনিবার (৫ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ১০৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৪৩৩ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১ হাজার ৫৪২ জনকে।

অভিযানে একটি এসএমজি, বিদেশি পিস্তল একটি, ম্যাগাজিন দুইটি, রাইফেলের গুলি ৬১ রাউন্ড, পিস্তলের গুলি ৮ রাউন্ড।