Search
Close this search box.
Search
Close this search box.

c1733384da9f1ae277cfce36ff0fd6d0-ITUআন্তর্জাতিক টেলিযোগাযোগে ইউনিয়নের (আইটিইউ) নির্বাচনে সদস্য দেশগুলোর প্রতিনিধিদের কাছে ভোট চেয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ সূত্রে জানা গেছে, দক্ষিণ কোরিয়ার বুসানে আইটিইউর একটি সভায় গতকাল বুধবার আইটিইউর কার্যকর কমিটির সদস্য হিসেবে বাংলাদেশের নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে অবস্থান তুলে ধরে কর্মপন্থার বর্ণনা (পলিসি স্টেটমেন্ট) দেন জুনাইদ আহমেদ। এ সময় ইউনিয়নের সদস্য দেশগুলোর সমর্থন চান তিনি।

অনুষ্ঠানে জুনাইদ আহমেদ বলেন, ‘আইটিইউর লক্ষ্য হচ্ছে টেকসই প্রবৃদ্ধি ও উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তিভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা তৈরি, যা বাংলাদেশ সরকারের রূপকল্প-২০২১-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আর এ লক্ষ্য বাস্তবায়নের জন্য আমরা সময়োপযোগী টেলিকম ও তথ্যপ্রযুক্তি নীতিমালা গ্রহণ করেছি।’

প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে বাংলাদেশের ৯৯ শতাংশ জনগণ টেলিকম নেটওয়ার্কের আওতাভুক্ত। ১১ কোটি ৬০ মোবাইল ফোন ব্যবহারকারী ও ৪ কোটি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে। দেশের ৪৫১৭টি ইউনিয়নের তথ্য ও সেবাকেন্দ্র থেকে প্রতিমাসে চার কোটি জনগণকে সেবা দেওয়া হচ্ছে। এর স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ আইটিইউ থেকে ডব্লিউএসআইএস পুরস্কার এবং তথ্যপ্রযুক্তিতে ডব্লিউআইটিএসএ পুরস্কার পেয়েছে।’

পলক বলেন, ‘২০১৮ সাল নাগাদ ৩৫ শতাংশ জনগণকে ব্রডব্যান্ড ও ৭০ শতাংশ জনগণকে ইন্টারনেট সংযোগের আওতায় নিয়ে আসার লক্ষ্য নিয়ে কাজ করছি। আমাদের টেলিকম ও প্রযুক্তি খাতের অভিজ্ঞতা দিয়ে বিশ্বব্যাপী ভাগাভাগি করার মাধ্যমে একটি প্রযুক্তিময় বিশ্ব গড়তে চাই। আগামী আইটিইউর কাউন্সিল নির্বাচনে আমি বাংলাদেশের পক্ষে আপনাদের ভোট চাইছি।’

chardike-ad

তথ্যপ্রযুক্তি বিভাগ সূত্র জানিয়েছে, আইটিইউর কার্যকর কমিটির সদস্যপদের জন্য নির্বাচনে অংশ নিচ্ছে বাংলাদেশ। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় ১৭টি দেশ বাংলাদেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।

২০১০ সালের নভেম্বর মাসে প্রথমবারের মতো আইটিউর কার্যকর কমিটির সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ। ওই নির্বাচনে এশিয়া অঞ্চলের ১৩টি পদের জন্য ১৭টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করে। এর মধ্যে ১২৩ ভোট পেয়ে বাংলাদেশ ষষ্ঠ স্থান পায়।
নভেম্বরে আইটিইউ সম্মেলন চলাকালে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্মেলনে যোগ দিতে প্রতিমন্ত্রী বর্তমানে বুসানে রয়েছেন।