Search
Close this search box.
Search
Close this search box.

doctor_164604ইচ্ছামত বাড়তি ফি গ্রহণ ঠেকাতে বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তি ফি নির্ধারণ করে দিয়েছে সরকার। ভর্তি ফি বাবদ ১৩ লাখ ৯০ হাজার টাকা নিতে পারবে কলেজগুলো। এ বিষয়ে রোববার এক প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্যমন্ত্রণালয়।

সরকারের পক্ষ থেকে ফি নির্ধারণ করে দেয়ার ফলে বেসরকারি মেডিকেল কলেজ থেকে একজন শিক্ষার্থীর এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করতে মোট খরচ হবে ১৯ লাখ ৯০ হাজার টাকা। তবে ইন্টার্ন ফি বাবদ কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীর কাছ থেকে যে টাকা গ্রহণ করবে পরবর্তীতে ইন্টার্নশিপ করার সময় তার লভ্যাংশসহ ফেরত দেবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারিকৃত ওই প্রজ্ঞাপনে জানা যায়, বেসরকারি মেডিকেল কলেজগুলো ভর্তি ফি বাবদ ১৩ লাখ ৯০ হাজার টাকা নিতে পারবে। ইন্টার্ন ফি নির্ধারণ করা হয়েছে এক লাখ ২০ হাজার টাকা। এছাড়া পাঁচ বছরে মোট টিউশন ফি বাবদ চার লাখ ৮০ হাজার টাকার বেশি গ্রহণ করতে পারবে না।

জানা গেছে, দেশে ৫৬টি বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ চালু রয়েছে। বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর নিজেদের ইচ্ছামত বাড়তি ফি গ্রহণ ঠেকাতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।