Search
Close this search box.
Search
Close this search box.

উত্তর কোরিয়াকে ভয় দেখানো উচিত নয়: পুতিন

putinরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, উত্তর কোরিয়াকে ভয় দেখানো উচিত নয়। তবে মস্কো পরমাণু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে সমর্থন করে না বলে তিনি জানিয়েছেন। রুশ সংবাদ সংস্থা স্পুৎনিক এ তথ্য জানিয়েছে।

পুতিন বলেন, ” আমরাও পরমাণু অস্ত্র বা ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিরোধী। তবে ভয় প্রদর্শন সমাধান নয়। আমরা মনে করি আবারও আলোচনা শুরু করা উচিত।” তিনি বলেন, “উত্তর কোরিয়ার সঙ্গে আমাদের ইতিবাচক আলোচনার অভিজ্ঞতা রয়েছে। কিন্তু দুঃখজনকভাবে আলোচনা শেষ করার মতো ধৈর্য আমাদের ছিল না।”

chardike-ad

পুতিন বলেন, “আমি মনে করি আবারও সংলাপের দিকে যাওয়া উচিত এবং শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান করা উচিত।”

উত্তর কোরিয়া গত কয়েক মাসে কয়েকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এর প্রতিক্রিয়ায় আমেরিকা উত্তর কোরিয়ায় হামলার হুমকি দিয়ে আসছে।