Search
Close this search box.
Search
Close this search box.

বিমানে পানি নেই, টয়লেট নেই, এসিও নেই: আমরা কি মরব

Biman-Bangladesh-Airlinesবাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে যাত্রীদের চরম ভোগান্তির পর ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বিমানমন্ত্রী রাশেদ খান মেননের পদত্যাগ দাবি করেছেন বাংলাদেশ বিমানে ভ্রমণ করা একদল যাত্রী।

রোববার সকালে রাশেদ খান নামের একজন প্রবাসী তার ফেসবুক প্রোফাইলে এবং ইউটিউবে ভিডিওটি শেয়ার দেন। ভিডিওতে দেখা যায়, ওই ফ্লাইটে থাকা সকল যাত্রীর অভিযোগ- বিমানে পানি, টয়লেট এবং এসি ও ছিল নাই। এ ছাড়া ১২টা ১০ মিনিটে ফ্লাইট ছাড়ার কথা থাকলেও পৌনে দু্ইটায়ও যাত্রীদের দাড়িয়ে থাকতে দেখা গেছে ভিডিওতে।

chardike-ad

ভিডিওতে এক যাত্রী বলেন, ‘রাশেদ খান মেননের মতো মন্ত্রীর আর প্রয়োজন নেই। আমরা প্রবাস থেকে অনেক টাকা পয়সা দেই তোমাদের। তোমার মতো মন্ত্রীকে আর আপনি করে বললাম না, আপনাকে আপনি বলতেছি না তুমিই বলছি রাশেদ খান মেমন।’

এ ছাড়া তিনি মন্ত্রীকে প্রশ্ন করে বলেন, আপনি কি চোখেও দেখেন না, একটি বিমান ভাড়া করে নিয়ে এসেছেন। যেখানে মানুষ বসতেও পারে না। আপনি এসে এই বিমানে উঠেন!

দেখুন ভিডিওতে: