উত্তর কোরিয়ায় সুরঙ্গ ধস: নিহত কমপক্ষে ২০০

kimউত্তর কোরিয়ায় পারমানবিক বোমা পরীক্ষা কেন্দ্রের কাছে একটি সুরঙ্গ ধসে কমপক্ষে দুইশ মানুষ নিহত হয়েছে। গত মাসে এ পারমানবিক কেন্দ্রে উত্তর কোরিয়া দেশটির সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন বোমার পরীক্ষা চালায়।

মঙ্গলবার (৩১ অক্টোবর) জাপানের সংবাদমাধ্যম আশাই টেলিভিশন এ খবর জানায়। চলতি মাসে পারমানবিক বোমা পরীক্ষা কেন্দ্র পুনগিয়ি-রির কাছের এলাকাতে সুরঙ্গটি নির্মাণের সময় এ ধসের ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক ধসে প্রায় একশ নির্মাণ কর্মী নিহত হয়। পরে ধসে যাওয়া সুরঙ্গে আহত নিহতদের উদ্ধার করতে গেলে অপর এক ধসে মৃতের সংখ্যা দুইশ ছাড়িয়ে যায়।

পরীক্ষা চালানো একশ কিলোটন ওজনের হাইড্রোনে বোমা ১৯৪৫ সালে জাপানের হিরোশিমাতে যুক্তরাষ্ট্র কর্তৃক ফেলা পারমানবিক বোমার চেয়ে প্রায় সাত গুন বেশি শক্তিশালী। এই পরীক্ষা কেন্দ্রটি উত্তর কোরিয়ার ষষ্ঠ পারমানবিক বোমার বিস্ফোরণ দ্বারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়। প্রতিবেদনে বলা হয় উত্তর কোরিয়া কর্তৃক চালানো ষষ্ঠ পারমানবিক বোমা পরীক্ষার কারণে ভূমির তলদেশ ক্ষয়ে গিয়েছিল বলে আশঙ্কা করা হচ্ছিল।

north-koreaকোরিয় আবহাওয়া সংস্থা জানায়, হাইড্রোজেন বোমা পরীক্ষার ফলে উত্তর কোরিয়ার পারমানবিক পরীক্ষা কেন্দ্রের কাছের পাহাড়ের নিচে ষাট থেকে একশ মিটার গভীর গর্তের সৃষ্টি হয়।

কোরিয়ার বার্তা সংস্থা ইয়ুনহাপ জানিয়েছে, সুড়ঙ্গটির নির্মাণকাজ চলছিল। ব্রিটিশ গণমাধ্যম দ্য সান জানিয়েছে, উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষার সময় সেখানকার পর্বতে ভূমিকম্পের সৃষ্টি হয়। আর এর ফলেই সুড়ঙ্গটি ধসে পড়ে।