ইউরোপে হামলার সক্ষমতা রয়েছে উত্তর কোরিয়ার: ন্যাটো

jens-stoltenbergউত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের ইউরোপে হামলার সক্ষমতা রয়েছে এবং এতে ন্যাটো সদস্যরা বিপদের মুখে পড়েছে। ন্যটোর মহাসচিব জেন্স স্টোলেনবার্গ এ মন্তব্য করেছেন। জাপান এবং দক্ষিণ কোরিয়া সফরের আগে এ মন্তব্য করেন তিনি।

জাপানের দৈনিক ইউমিউরি শিম্বুনকে তিনি আরো বলেন, যে কোনো হুমকির জবাব দেয়ার সক্ষমতা ন্যাটোর আছে। পাশাপাশি উত্তর কোরিয়ার সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য আরো কূটনৈতিক প্রচেষ্টা দরকার বলেও জানান তিনি।

উত্তর কোরিয়ার সঙ্গে আমেরিকার উত্তেজনা যখন তুঙ্গে এ মন্তব্য করেন তিনি। জাতিসংঘ ও মার্কিন নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে পরমাণু এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত রাখায় এ উত্তেজনা অব্যাহত ভাবে বৃদ্ধি পেয়েছে।