সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাতকারী যুবককে ধরে আটকে রাখা হয়েছে।
শনিবার বিকালে ক্যাম্পাসের মুক্তমঞ্চে এই হামলার পরপরই ওই যুবককে ধরে ফেলা হয়। পরে তাকে গণপিটুনি দেয় শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে ওই যুবককে আটকে রাখা হয়েছে। তবে এখনও তার পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে ড. জাফর ইকবালের ওপর পেছন দিক থেকে এক যুবক ছুরিকাঘাত করে। তার বয়স আনুমানিক ২৫ বছর হবে।
ঘটনাস্থলে উপস্থিত শাবি শিক্ষার্থীদের ভাষ্য, হামলাকারী যুবক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়। তাকে এর আগে কেউ কখনও দেখেনি। সে বহিরাগত।