Search
Close this search box.
Search
Close this search box.

মালয়েশিয়ায় অবৈধভাবে হোটেল ব্যবসার দায়ে ২৮ বাংলাদেশী আটক

malaysiaরাজধানী কুয়ালালামপুরের প্রাণকেন্দ্রে অবৈধ ভাবে হোস্টেল ব্যবসা পরিচালনার দায়ে ২৮ বাংলাদেশীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার (৮ ই মার্চ) রাত ১১:৪৫ স্থানীয় সময় অভিযানটি পরিচালনা করেন দেশটির ইমিগ্রেশন বিভাগের একটি টিম। ইমিগ্রেশন ডিরেক্টর-জেনারেল ডাতুকে সেরি মুস্তফার আলি বলেন, অবৈধ ব্যবসা সম্পর্কে মিডিয়াতে রিপোর্টের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

chardike-ad

“বৃহস্পতিবার রাত্র ৩ টা থেকে নজরদারির আওতায় আমরা অবস্থান নিই। শুক্রবার (৯ মার্চ) একটি বিবৃতিতে তিনি বলেন, “আমরা দেখেছি এখানে সাতটি ভিন্ন কোম্পানি একযোগে হোমস্টে ব্যবসা অনুমোদন ছাড়াই চালাচ্ছে।”

তিনি বলেন, এখানে বিদেশিরা ভিবিন্ন এপার্টমেন্টে ২০টি বা এর বেশি ফ্ল্যাট ভাড়া নিয়ে এই সব অবৈধ ব্যবসা পরিচালনা করছে। “তারপর রুম প্রতি মিনিমাম RM150  ভাড়া দেয়া হয় এবং সকল লেনদেন নগদে করা হয় ।

তিনি বলেন, ” আটককৃতদের সম্পর্কে তিনি বলেন তাদের কাছে কোনও সঠিক ভ্রমণ নথি না থাকার কারণে আটক করা হয়েছে”। আটকের সময় তাদের কাছে ২৯০০০ মালয়েশিয়ান রিংগিত নগদ সহ আরও কিছু গুরুত্তপুর্ন কাগজ পাওয়া গিয়েছে।