cosmetics-ad

কুয়েতে বাস দুর্ঘটনায় ১৫ প্রবাসী নিহত

kuwait

কুয়েতের দক্ষিণাঞ্চলে রোববার দুই বাসের সংঘর্ষে ১৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতরা সবাই কুয়েতের একটি সরকারি তেল কোম্পানিতে চাকরি করতেন।

এএফপি জানিয়েছে, নিহতদের মধ্যে সাতজন ভারতীয়, পাঁচজন মিসরীয় ও তিনজন পাকিস্তানি নাগরিক রয়েছেন।

দুর্ঘটনায় আহত এক ভারতীয় ও একজন কুয়েতি নাগরিকের অবস্থা গুরুতর। দেশটির অগ্নিনির্বাপণ অধিদফতরের মুখপাত্র কর্নেল খালিল আল আমির জানান, নিহতরা কেওসির ঠিকাদার কোম্পানি বুরগান ড্রিলিংয়ের কর্মচারী ছিলেন।