Search
Close this search box.
Search
Close this search box.

স্মার্টওয়াচ ডিসপ্লে সরবরাহে শীর্ষে এলজি

lg

স্যামসাংকে টপকে স্মার্টওয়াচের অর্গানিক লাইট-এমিটিং ডায়োড বা ওএলইডি ডিসপ্লে সরবরাহে শীর্ষস্থান দখল করেছে দক্ষিণ কোরিয়ার এলজি। বৈশ্বিক বাজারে অ্যাপল স্মার্টওয়াচের চাহিদা বেড়ে যাওয়ায় এলজির ডিসপ্লে চাহিদা বেড়েছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান আইএইচএস মার্কিট প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। খবর টাইমস অব ইন্ডিয়া।

chardike-ad

আইএইচএস মার্কিটের প্রতিবেদন অনুযায়ী, গত বছর এলজি ডিসপ্লে মোট ১ কোটি ৬ লাখ ৪০ হাজার ওএলইডি স্মার্টওয়াচ ডিসপ্লে প্যানেল সরবরাহ করেছে, যা বৈশ্বিক বাজারের ৪১ দশমিক ৪ শতাংশ। অন্যদিকে একই সময়ে স্যামসাং ৮৯ লাখ ৫০ হাজার ইউনিট ডিসপ্লে সরবরাহ করেছে। ফলে স্যামসাংয়ের বাজার দখল দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৮ শতাংশ। এছাড়া ২০১৭ সালে এভারডিসপ্লে অপট্রনিকস ৪১ লাখ ৭০ হাজার (১৬ দশমিক ২ শতাংশ), এইউও ১৪ লাখ ৭০ হাজার (৫ দশমিক ৭ শতাংশ) এবং বিওই ৩ লাখ ৮০ হাজার (১ দশমিক ৫ শতাংশ) ডিসপ্লে সরবরাহ করেছে।

গত বছর এলজি ও স্যামসাং যৌথভাবে অ্যাপলকে ১ কোটি ৪৭৫ লাখ ওএলইডি স্মার্টওয়াচ ডিসপ্লে সরবরাহ করেছে। এর মধ্যে ৭০ শতাংশ সরবরাহ করেছে এলজি। তবে চলতি বছর অ্যাপলকে একাই ডিসপ্লে সরবরাহ করছে এলজি। ফলে এলজি ডিসপ্লের সরবরাহ বেড়েছে।

বলা হচ্ছে, নতুন আইফোনেও এলজি ডিসপ্লের ওএলইডি প্যানেল ব্যবহার করবে অ্যাপল। এ লক্ষ্যে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি এলজির কাছ থেকে চলতি বছর ৩০-৫০ লাখ ইউনিট ডিসপ্লে নিচ্ছে। বণিকবার্তার সৌজন্যে।