Search
Close this search box.
Search
Close this search box.

rizwanযুক্তরাষ্ট্রে নিউইয়র্কের হিলসাইডে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে রেজওয়ান কিবরিয়া নামে একজন বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মৃত রেজওয়ান কিবরিয়ার বাড়ি বৃহত্তম চট্টগ্রাম অঞ্চলের সন্দ্বীপ জেলার গাছুয়া ইউনিয়নে।

পরিবারের বরাত দিয়ে সন্দ্বীপ জেলা সমিতি আমেরিকার সাধারণ সম্পাদক মানিক মিয়া জানান, নিউইয়র্ক সিটির কুইন্সের হিলসাইড অ্যাভিনিউতে কিবরিয়ার বাসায় দু’জন অজ্ঞাত ব্যক্তি কলিং বেল চাপে। দরজা খোলার সঙ্গে সঙ্গে তাকে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিউইয়র্কে সপরিবারে দীর্ঘদিন বসবাস করতেন কিবরিয়া। নিউইয়র্ক বাংলাদেশিরা ঘাতকদের বিচার দাবি করেছেন।