দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পথে মোজাব্বিকে সড়ক দুর্ঘনায় নোয়াখালীর ২ সহদোর ভাই নিহত হয়েছে। শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। একমাস আগে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর গ্রামের মোঃ হোসেনের ২ ছেলে আরাফাত(২০) ও আল আমিন (২৩) দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে বাড়ি ছাড়েন।
সড়ক পথে মোজাব্বিক হতে সাউথ আফ্রিকার সীমানা অতিক্রম করার সময় তাদের বহনকারি গাড়ির চাকা লিক হলে গাড়িটি উল্টে যায় এবং কয়েকটি পল্টি দেয়। এতে ঘটনাস্থলে তারা দুজন নিহত হয়। তাদের নিহতের খবর এলাকায় এসে পৌঁছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারে চলছে শোকের মাতম।
নিহতরা তিন ভাই দুই বোন। তার মধ্যে আরাফাত সবার ছোট এবং আল আমিন মেঝো। বড় ভাই নাসির দক্ষিণ আফ্রিকা আছেন। বড় ভাই নাসির তাদের ২ জনকে দালালের মাধ্যমে দক্ষিণ আফ্রিকা নেয়ার চেস্টা করে।