Search
Close this search box.
Search
Close this search box.

সোনাতা মডেলের নতুন সংস্করণ বাজারে এনেছে হুন্দাই

সিউল, ২৭ মার্চ ২০১৪:

সোনাতা মডেলের নতুন সংস্করণ বাজারে এনেছে দক্ষিণ কোরিয়ার শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই মোটর কোম্পানি। মাঝারি আকারের সেডান গাড়ির বৈশ্বিক বাজারে নিজেদের উপস্থিতি বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে নতুন সংস্করণটি বাজারে এনেছে তারা। গত সোমবার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। খবর ইয়োনহ্যাপের।

chardike-ad

PYH2014032405540031500_P2কোম্পানিটি জানায়, হুন্দাইয়ের নিজস্ব ডিজাইন দর্শন ফ্লুয়েডিক স্কালপচার ২.০ এর আদলে নির্মিত এ সংস্করণটিতে বর্তমান মডেলগুলোর চেয়ে অনেক বেশি সুবিধা সংযোজন করা হয়েছে। সেই সঙ্গে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা তো রয়েছেই। স্থানীয় বাজারে চলতি মাসের মধ্যেই ভোক্তাদের হাতে পৌঁছে যাবে হুন্দাইয়ের নতুন সংস্করণটি।

নাম প্রকাশে অনিচ্ছুক কোম্পানির এক নির্বাহী জানান, নতুন সংস্করণটির নকশা এমনভাবে করা হয়েছে, যার মাধ্যমে গাড়ি চালানো খুব সহজ হবে। মোড় নেয়া কিংবা থামানোর সময় কোনোরকম বেগ পেতে হবে না গাড়ির চালকদের। অর্থাত্ গাড়ি চালাতে গিয়ে চালকরা যেসব অভিজ্ঞতার মুখোমুখি হন সবকিছু মাথায় রেখে এর নকশা করা হয়েছে। ফলে চালকরা একে সাদরে গ্রহণ করবে বলে আমাদের প্রত্যাশা।

সোনাতার এ নতুন সংস্করণটি টয়োটা ক্যাম্রি, হোন্ডা অ্যাকর্ড, নিশানের আলটিমা ও ভক্সওয়াগনের প্যাসাটকে টেক্কা দিতে সক্ষম। চলতি বছর বিশ্বব্যপী ২২ লাখ ৮ হাজার নতুন সোনাতা বিক্রি হবে বলে আশা করছে হুন্দাই। এর মধ্যে দেশের বাইরেই বিক্রি হবে ১ লাখ ৬৫ হাজার।

চীনে নতুন কারখানা নির্মাণের পরিকল্পনা

চীনে ১ ট্রিলিয়ন উন (৫৬০ দশমিক ৭২ মিলিয়ন পাউন্ড) ব্যয়ে কারখানা নির্মাণের পরিকল্পনা করছে হুন্দাই মোটর কোম্পানি। পরিকল্পনা বাস্তবায়িত হলে চীনে এটিই হবে হুন্দাই নির্মিত চতুর্থ কারখানা। ২০১৬ সালের প্রথম দিকে এর উত্পাদন কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে। খবর রয়টার্সের।
হুন্দাই এবং এর সহযোগী প্রতিষ্ঠান কিয়া মোটরস করপোরেশন বিশ্বের সর্ববৃহত্ গাড়ির বাজারে নিজেদের অবস্থান ধরে রাখতে চীনের দক্ষিণ-পশ্চিমের গুরুত্বপূর্ণ শহর চংকিংয়ে কারখানা স্থাপন করতে চাইছে। গত বুধবার হুন্দাই এক তথ্য বিবৃতিতে জানায়, ভবিষ্যতে চীনে গাড়ির চাহিদা আরো বাড়বে। কাজেই এ বাজারে আমাদের শেয়ার ১০ শতাংশের ঘরে রাখতে হলে নতুন কারখানা নির্মাণ করতে হবে। সূত্রঃ বণিকবার্তা।