Search
Close this search box.
Search
Close this search box.

জাপানে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ায় ১ লাখ ১২ হাজার মুরগী নিধন

সিউল, ১৫ এপ্রিল ২০১৪:

জাপানে এক লাখ ১২ হাজার মুরগী মেরে ফেলা হয়েছে। গত তিন বছরে দেশটিতে এ প্রথম বার্ড ফ্লু ছড়িয়ে পড়ায় এসব মুরগী নিধন করা হলো। এছাড়া কর্তৃপক্ষ বার্ড ফ্লু দ্রুত নিয়ন্ত্রণে পদক্ষেপ জোরদার করেছে।

chardike-ad

japan_bird_flu_april2014

মঙ্গলবার এক সরকারি কর্মকর্তা জানান, কর্মীরা রোববার জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুমামোতো অঞ্চলে একটি মুরগী খামারে ৫৬ হাজার মুরগী নিধন করে। শনিবার হঠাৎ করে অনেক মুরগী মারা যাওয়ায় মালিকরা খবর দেয়ার পর সেখানে মুরগীর ডিএনএ পরীক্ষায় ভাইরাস এইচ৫ সংক্রমণ নিশ্চিত হয়।

ওই সরকারি কর্মকর্তা আরো জানান, একই মালিকের অপর একটি মুরগীর খামারে আরো ৫৬ হাজার মুরগী নিধন করা হয়। তিনি জানান, ‘আমরা সোমবার রাতেই বার্ড ফ্লু আক্রান্ত মুরগী নিধনের কাজ শেষ করেছি এবং এখন আমরা অন্য এলাকায় এ ভাইরাস ছড়িয়ে পড়া রোধে কাজ করছি।’

তিনি আরো জানান, মঙ্গলবার সকাল পর্যন্ত আর কোন নতুন এলাকায় বার্ড ফ্লু আক্রান্তের খবর পাওয়া যায়নি।