Search
Close this search box.
Search
Close this search box.

ফেসবুকে চালু হলো ইমোজি বাটন

facebook-emoji-buttonঅবশেষে ফেসবুকে পরীক্ষামূলকভাবে চালু করা হলো অভিব্যক্তি প্রকাশের ছয়টি ইমোজি বাটন। এই ইমোজিগুলোতে লাইক-আনলাইক দু`টি অভিব্যক্তি প্রকাশের ব্যবস্থাই থাকছে। পরোক্ষভাবে এটিকে ডিসলাইক বাটনও বলা যেতে পারে।

শুরুতে শুধুমাত্র স্পেন ও আয়ারল্যান্ড এই দু`টি দেশ এই সুবিধা পাচ্ছে। এখন থেকে এই দুই দেশে ফেসবুকে কোনো পোস্টে লাইক দেয়ার সময় ছয়টি ইমোজি দেখাবে। এই ইমোজিগুলো হলো Love, Haha, Yay, Wow, Sad, Angry।

chardike-ad

ফেসবুক ব্যবহারকারীরা পোস্ট, লেখা অনুযায়ী ইমোজি বাটনে চাপ দিয়ে তাদের অভিব্যক্তি প্রকাশ করতে পারবেন। ফেসবুক তাদের নতুন এই ফিচারকে বলছে ‘এক্সপ্রেসিভ লাইক’।

এ প্রসঙ্গে ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ তার ফেসবুক ওয়ালে লিখেছেন, আজ আমরা পরীক্ষামূলকভাবে এক্সপ্রেসিভ লাইক বাটন চালু করলাম। এই বাটনের সাহায্যে খুব সহজেই নিজেকে প্রকাশ করা যাবে।

ফেসবুক ব্যবহারকারীরা ‘ডিসলাইক’ বাটন চালু করার জন্য প্রস্তাব দিয়ে আসছিল। সেটাকে একটু ভিন্নভাবে চালু করা হলো। এখন থেকে কোনো পোস্টে লাইক দেয়ার ক্ষেত্রে নিজেকে আরো ভালোভাবে প্রকাশ করা যাবে।