Search
Close this search box.
Search
Close this search box.

মক্কায় বজ্রপাতে বাংলাদেশি কৃষকের মৃত্যু

saudi-thunderstromসৌদি আরবের মক্কায় বজ্রপাতে সেলিম উদ্দিন নামের এক বাংলাদেশি কৃষককের মৃত্যু হয়েছে। মক্কা শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে হাদা নামক এলাকায় বজ্রপাতে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে ওই এলাকায় কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন তিনি।

বুধবার স্থানীয় সময় বিকেলে মক্কায় মুষলধারে বৃষ্টির সময় ওই এলাকায় কৃষি খামারে চালু থাকা পানির মেশিন বন্ধ করতে যান সেলিম। ওই সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। নিহত সেলিম উদ্দিন চট্টগ্রাম জেলার সাতকানিয়ার মাস্টার হাট এলাকার আহমদ কবিরের ছেলে।

chardike-ad

নিহত সেলিম উদ্দিনের ছোট ভাই প্রবাসী নাছের উদ্দিন বলেন, ‘আমার বড় ভাই কয়েকদিনের মধ্যে দেশে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আর দেশে ফেরা হলো না। তিনি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। এবার দেশে গিয়ে আমার ভাইয়ের বিয়ে করার ও কথা ছিল।’ সেলিমের মরদেহ বর্তমানে মক্কার জাহারা হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।