Search
Close this search box.
Search
Close this search box.

জাতিসংঘের মহাসচিব পদে আনুষ্ঠানিক নিয়োগ পেলেন গুতেরেজ

unপর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী আন্তোনিও গুতেরেজকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ১ জানুয়ারি তিনি এ পদে দায়িত্ব গ্রহণ করবেন। সেদিন বর্তমান মহাসচিব বান কি মুনের দ্বিতীয় দফায় পাঁচ বছরের মেয়াদ শেষ হবে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) জাতিসংঘের সদর দফতর এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে দীর্ঘ ১০ বছর জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন ৬৭ বছর বয়সী গুতেরেজ। মোট ১৩ জন প্রার্থীর মধ্য থেকে গত সপ্তাহে তাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।

chardike-ad

আনুষ্ঠানিক নিয়োগ পেয়ে গুতেরেজ বলেন, বর্তমান প্রেক্ষাপটে সিরিয়ার যুদ্ধ শেষ করা আন্তর্জাতিক গোষ্ঠীগুলোর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পৃথিবী এখন অত্যন্ত ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। নিরাপদ ভবিষ্যত নির্মাণের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেন, ‘তিনিই সম্ভবত সশস্ত্র সংঘাত ও মানবিক সংকট মোকাবেলার ক্ষেত্রে সবচেয়ে দক্ষ। তার রাজনৈতিক অন্তর্দৃষ্টি সকলের কল্যাণে ও যৌথ দায়িত্ব পালনে কাজে আসবে।’