Search
Close this search box.
Search
Close this search box.

চোর পেল পুলিশের উপহার

Canada-Policeএকটি সুপারস্টোরের দোকানে কাপড় চুরি করতে গিয়ে ধরা পড়ে এক তরুণ। দোকানের কর্মচারীরা পুলিশে খবর দেয়ার পর যে কনস্টেবল নিরান জয়ানেসান ঘটনাটি তদন্ত করতে আসেন। ১৮ বছর বয়সী তরুণ চোরকে গ্রেপ্তার না করে নিজের পকেট থেকে তাকে পোশাক কিনে দেন।

তার কেনা পোশাক পরে ঐ তরুণ চাকরির ইন্টারভিউ দিয়ে চাকরি পান। ঘটনাটি ঘটেছে গত সোমবার, কানাডার টরেন্টোতে।

chardike-ad

কনস্টেবল নিরান বিবিসিকে জানান, ঐ বেকার তরুণটি একটি কঠিন সময়ে পার করছিল। বাড়িতে বাবা অসুস্থ। পরিবারের ছিল না কোনও রোজগার। চাকরি করে সে তার অবস্থার পরিবর্তন ঘটাতে চাইছিল। একটা চাকরির ইন্টারভিউ দিতে যে ভালো কাপড় দরকার তা তার ছিলো না। আমার দেয়া শার্ট, টাই পরে সে ইন্টার্ভিউ দিয়েছে, এবং সোমবার থেকে চাকরিতে যোগ দিয়েছে।

‘ছেলেটিকে গ্রেফতার করা হলে তাতে লাভ হতো না কারোই, আমাদের দায়িত্ব হলো এমন কাজ করা যাতে লোকে আমাদের আদর্শ ভেবে অনুসরণ করে।‘ বলছিলেন তিনি।

টরেন্টো পুলিশের একজন কর্মকর্তা পল বোয়া নিরানের এই কাজের বেশ প্রশংসা করেছেন।