Search
Close this search box.
Search
Close this search box.

বৈদ্যুতিক প্লেনে যাত্রী পরিবহন করবে ইজিজেট!

EasyJetবৈদ্যুতিক প্লেনে যাত্রী পরিবহনের উদ্যোগ নিয়েছে বাজেট এয়ারলাইন্স ইজিজেট। আগামী ১০ বছরের মধ্যে পরিকল্পনা বাস্তবায়নে এরইমধ্যে কাজ শুরু করেছেন বিজ্ঞানীরা। প্লেনের ব্যাটারিতে ‘বিশেষ ক্ষমতা প্রয়োগের’ মাধ্যমে এ পরিকল্পনা আলোর মুখ দেখবে।

প্রাথমিক স্বল্প দূরত্বের গন্তব্যে পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করবে ইজিজেট। এর ফলে জ্বালানি খরচ, প্লেনের মধ্যে অনাকাঙ্ক্ষিত আওয়াজসহ ফ্লাইট পরিচালনার খরচ কমবে বলে আশা করা হচ্ছে।

chardike-ad

ব্যাটারির উন্নয়নে যুক্তরাজ্যভিত্তিক এয়ারলাইন বিষয়ক প্রতিষ্ঠান ‘রাইট ইলেকট্রিক’র সঙ্গে একটি দল গঠন করেছে ইজিজেট।

এ বিষয়ে ইজিজেটের চিফ এক্সিকিউটিভ ডেম ক্যারোলিন ম্যাককল বলেন, পরিবেশবান্ধব বৈদ্যুতিক প্লেনের মাধ্যমে এভিয়েশন ইন্ডাস্ট্রি নতুন উচ্চতায় যাবে। নতুন প্রযুক্তিতে পা রাখতে আমরা মুখিয়ে আছি।

অন্যদিকে নতুন এ প্রযুক্তি চালু হলো যাত্রীদের পরিবহন খরচও কমবে বলে মনে করছেন এভিয়েশন সংশ্লিষ্টরা।