Search
Close this search box.
Search
Close this search box.

এবার স্যামসাংও আনছে ফেইস স্ক্যানার

samsungমুখ দেখে ব্যবহারকারীকে শনাক্ত করার প্রযুক্তি নিয়ে বাজারে আসা আইফোন ১০ বেশ সাড়া ফেলেছে। এখন এই প্রযুক্তিতে স্মার্টফোন নির্মাতা স্যামসাংও যে পিছিয়ে থাকবে না প্রযুক্তি বিশ্লেষকরা তা ধরেই নিয়েছেন।

আইস ইউনিভার্সের এক টুইটে জানা গেছে, মুখমণ্ডল স্ক্যান করার মত সেন্সর আগামী বছরের স্যামসাং ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস৯ এর সামনের ক্যামেরাতে যুক্ত করা হবে। যদিও গ্যালাক্সি এস৮ ও নোট ৮ ফোনগুলোতে এখনই ফেইস রিকগনিশন ও আইরিশ স্ক্যান প্রযুক্তি রয়েছে। তবে সেগুলো খুব সহজেই ফাঁকি দেয়া যায় ও অনেক সময় ঠিকমত কাজ করে না। তাই আইফোন ১০ এর মত নির্ভূল ও কার্যকর ফেইস স্ক্যানার নিয়েই স্যামসাং কাজ করছে।

chardike-ad

স্যামসাং কিছুদিন আগে তাদের নিজস্ব ক্যামেরা মডিউল, আইসোসেল স্লিম২এক্স৭ ঘোষণা করেছে। এটি ২৪ মেগাপিক্সেল পর্যন্ত রেজুলেশন সমর্থন করতে সক্ষম। এই সেন্সরটিই ফেইস স্ক্যানে ব্যবহার করা হবে বলে ধারণা করা হচ্ছে।

গ্যালাক্সি এস৯ আগামী বছরের মার্চ মাসে বাজারে আসতে পারে। গ্যালাক্সি নোট ৯তে ডিসপ্লের মাঝেই ফিংগারপ্রিন্ট স্ক্যানার যুক্ত করা হবে বলেও গুঞ্জন চলছ। তবে এটি এখনও নিশ্চিত নয়।