শনিবার । ডিসেম্বর ২০, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১ এপ্রিল ২০২৫, ৫:৩৯ অপরাহ্ন
শেয়ার

ড. ইউনূসকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সম্পর্ক দৃঢ় হওয়ার আশা মোদির


ড. ইউনূসকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সম্পর্ক দৃঢ় হওয়ার আশা মোদির

ঈদুল ফিতর উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এক শুভেচ্ছাবার্তায় মোদী বলেছেন, ‘রমজানের পবিত্র মাস শেষ হলো। এ উপলক্ষে আপনাকে এবং বাংলাদেশের জনগণকে ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।’

আজ সোমবার (৩১ মার্চ) প্রধান উপদেষ্টার দপ্তরের ফেসবুক পেইজ-এ মোদির পাঠানো বার্তাটি প্রকাশ করা হয়।

তিনি আরও বলেন, ভারতের ২০ কোটি মুসলমান সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের সঙ্গে রোজা পালন ও প্রার্থনায় অংশ নিয়েছেন। ঈদ-উল-ফিতর শুধু আনন্দের নয়, এটি আত্মোপপলব্ধি, কৃতজ্ঞতা ও সংহতির প্রতীক। এ উৎসব করুণা, উদারতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়, যা জাতি ও বিশ্ব সম্প্রদায়ের সদস্য হিসেবে মানুষকে আরও ঘনিষ্ঠ করে।

শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী মোদী বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন এবং বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব আরও দৃঢ় হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।