শনিবার । ডিসেম্বর ২০, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২ অগাস্ট ২০২৫, ১০:০১ অপরাহ্ন
শেয়ার

জুলাই অভ্যুত্থান ঘিরে গড়ে তুলতে হবে কালচারাল ন্যারেটিভ: ফারুকী



জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে একটি নতুন সাংস্কৃতিক ধারার সূচনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, “জুলাই অভ্যুত্থান শুধুই একটি রাজনৈতিক ঘটনাপ্রবাহ নয়, এটি একটি সাংস্কৃতিক প্রতিরোধের চেতনা। এর প্রেক্ষাপটে আমাদের এমন একটি কালচারাল ন্যারেটিভ নির্মাণ করতে হবে, যা দেশের মানুষের মনন, অনুভব ও মূল্যবোধকে ধারণ করবে।”

শনিবার বিকেলে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে ‘জুলাই গণঅভ্যুত্থান: বিক্ষুব্ধ কবি-লেখক সমাজের বর্ষপূর্তি’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ফারুকী আরও বলেন, এই অভ্যুত্থানের শক্তিকে আমাদের টিকিয়ে রাখতে হবে। ভিন্নমত বা মতানৈক্য থাকতেই পারে, কিন্তু বিভেদ, বিদ্বেষ বা বৈষম্য তৈরি হলে সেখান থেকেই ফ্যাসিবাদ আবার মাথা তুলবে। তাই ঐক্যই হোক আমাদের প্রধান শক্তি।

অনুষ্ঠানে শহীদ শাহরিয়ার খান আনাসের মা সানজিদা খান দিপ্তী এবং বাবা সাহরিয়া খান পলাশ যৌথভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। স্বাগত বক্তব্য রাখেন বিক্ষুব্ধ কবি-লেখক সমাজের আহ্বায়ক কবি আবিদ আজম। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন সংগঠনের মুখপাত্র কবি ইমরান মাহফুজ।

সভায় সভাপতিত্ব করেন গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী। আলোচনায় অংশ নেন কবি রায়হান জহির, কবি ফারুক খান, কবি তানজিম তানিম ও গবেষক কাজল রশীদ শাহীন।

আলোচনার পাশাপাশি অনুষ্ঠানে জুলাই আন্দোলনকে ঘিরে রচিত কবিতা ও গান পরিবেশন করা হয়। এছাড়াও ইমরান মাহফুজ সম্পাদিত বিশেষ স্মরণিকা এবং কয়েকটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানের শেষভাগে জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ কবি-সাহিত্যিকদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।