
“প্রজন্ম চত্বর” গুড়িয়ে দেওয়ার পর স্বল্প সময়ের মাঝেই শাহবাগে স্থাপিত হলো জুলাই স্মৃতিস্তম্ভ “৩৬ জুলাই”।
২০২৪ সালের ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামিলীগ বিরোধী জুলাই বিদ্রোহকে স্মরণ করে ঢাকার শাহবাগে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে।
এর আগে গতকাল, শ্রমিকদের স্মৃতিস্তম্ভটির ধাতব কাঠামো নির্মাণ করতে দেখা যায়। ওই স্থানে থাকা ‘প্রজন্ম চত্বর’ নামক পূর্ববর্তী কাঠামোটি গত মাসে ভেঙে ফেলা হয়েছে, আর সেখানেই স্থাপিত হয়েছে জুলাই স্মৃতিস্তম্ভ।






























