শনিবার । ডিসেম্বর ২০, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৯ অগাস্ট ২০২৫, ১০:১০ অপরাহ্ন
শেয়ার

‘ছাত্র সংগঠনগুলো বোঝাপড়া করলে ঢাবিতে হল রাজনীতি বন্ধের পরিস্থিতি তৈরি হতো না’



যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠনগুলো যদি আগে থেকেই আলোচনায় বসে বোঝাপড়া করত, তাহলে হল রাজনীতি বন্ধের মতো পরিস্থিতি হয়তো তৈরি হতো না। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হল রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

রাজশাহীতে এক প্রীতি ক্রিকেট ম্যাচ ও একাধিক উন্নয়ন প্রকল্প উদ্বোধন উপলক্ষে শনিবার নানা কর্মসূচিতে অংশ নেন আসিফ মাহমুদ। বিকেলে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ আরও জানান, বিসিবির একটি দল ইতোমধ্যে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে এবং দ্রুত সংস্কার কাজ শুরু হবে। সংস্কার শেষে এ মাঠে বিপিএলের কয়েকটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এদিন সকালে রাজশাহী সার্কিট হাউসে তিনি স্থানীয় সরকার বিভাগের আওতাধীন ৩৫ কোটি টাকার ১২টি উন্নয়ন প্রকল্প ভার্চুয়ালি উদ্বোধন করেন। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন, ব্রিজ-কালভার্ট, মার্কেট ও হাটবাজার ভবন, পানি অপসারণ ব্যবস্থা এবং অন্যান্য অবকাঠামো উন্নয়ন।

অনুষ্ঠানগুলোতে রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার, জেলা পুলিশ সুপার ফারজানা ইসলামসহ স্থানীয় প্রশাসন ও ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।