শনিবার । ডিসেম্বর ২০, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৫ অক্টোবর ২০২৫, ৯:১২ অপরাহ্ন
শেয়ার

সালমান শাহ হত্যা মামলা

আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনে তথ্য পাঠালো পুলিশ


salman-shah

ফাইল ছবি

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় এজাহারভুক্ত আসামিদের দেশত্যাগে বাধা দিতে সিপোর্ট, ল্যান্ডপোর্ট ও এয়ারপোর্টের ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এ নির্দেশ দেন। বিষয়টি শনিবার নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক।

তিনি বলেন, সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর তার মামা আলমগীর হোসেন ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের মধ্যে কয়েকজন বিদেশে আছেন। যারা দেশে রয়েছেন, তারা যাতে দেশ ছাড়তে না পারেন সে বিষয়টি ইমিগ্রেশন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ওসি আরও জানান, আদালতের নির্দেশে মামলা গ্রহণ করা হয়েছে। এজাহারে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্র অভিনেতা ডনসহ মোট ১১ জনের নাম রয়েছে। পাশাপাশি অজ্ঞাত কয়েকজনকেও আসামি করা হয়েছে। তদন্ত অত্যন্ত গুরুত্বসহকারে চলছে, তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।

তদন্ত কর্মকর্তা বলেন, “আসামিদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। কোনো ধরনের চাপ ছাড়াই তদন্ত করছি। শিগগিরই গ্রেপ্তার অভিযান শুরু হবে।”

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনে নিজ বাসায় সালমান শাহর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘ ২৯ বছর ধরে বিষয়টি অপমৃত্যু মামলা হিসেবে চলতে থাকে। পরবর্তীতে পিবিআই চূড়ান্ত প্রতিবেদনে আত্মহত্যার মত দিলেও সালমান শাহর মা নীলা চৌধুরী দাবি করে আসছেন, এটি পরিকল্পিত হত্যা এবং তার ছেলের মৃত্যু নিয়ে নতুন করে তদন্তের প্রয়োজন রয়েছে।