Search
Close this search box.
Search
Close this search box.

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Khaleda_ziaবিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকার ৩ নং বিশেষ আদালত। জিয়া অর্ফানেজ ট্রাস্ট মামলার শুনানির পর আদালতের বিচারক আবু আহম্মদ জমাদার এই পরোয়ানা জারি করেন।

জিয়া অর্ফানেজ ট্রাস্ট মামলায় আজ বেগম খালেদা জিয়ার হাজিরা দেয়ার কথা ছিল। তার পক্ষের আইনজীবিরা এ সময় সময় চেয়ে আবেদন করলে আদালতের বিচারক তা নাকচ করে দিয়ে বেগম জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

chardike-ad

মামলার অপর দুই আসামি সলিমুল হক ও সরফুদ্দিন আহমেদের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাসে মামলার বিচারকাজ চলছে। গত বছরের ১৯ মার্চ খালেদা জিয়াসহ নয়জনের বিরুদ্ধে এ দুই মামলায় অভিযোগ গঠন করেন আদালত। গত ২২ সেপ্টেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সর্বশেষ তিনি গত ডিসেম্বরে আদালতে হাজির হয়েছিলেন।