Search
Close this search box.
Search
Close this search box.

দুনিয়া কাঁপানো ফোর্টনাইট গেম এবার স্যামসাংয়ে

fortnite-gameনির্মাতা এপিক গেইমস জানিয়েছে, স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপেই শুধু খেলা যাবে তাদের তুমুল জনপ্রিয় গেইম ফোর্টনাইট। ফোনটিতে বিল্ট ইন হিসেবে ইন্সটল করা থাকবে গেইমটি।

এখনকার সবচেয়ে জনপ্রিয় ঘরানা ব্যাটল রয়্যাল ধর্মী গেইম ফোর্টনাইট। শুরুতে পিসিতে দুনিয়া কাঁপিয়ে সেটি পরে আইওএস আর নিন্টেন্ডো সুইচের জন্যও প্রকাশ করা হয়। বহুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে অ্যান্ড্রয়েডেও আসছে গেইমটি। এখন এপিক গেইমস থেকেই জানানো হয়েছে, স্যামসাংয়ের সঙ্গে এই এক্সক্লুসিভিটি চুক্তির কথা।

chardike-ad

তবে অন্যান্য ডিভাইসধারী গেইমারদের হতাশ হবার কিছু নেই। এই চুক্তির মেয়াদ মাত্র ৩০ দিন। অর্থাৎ স্যামসাং যদি নোট৯ আগামী ২৪ আগস্ট বিক্রি শুরু করে, তাহলে ২৩ সেপ্টেম্বরের পর থেকেই অন্যান্য ব্যবহারকারীদের জন্য গেইমটি উন্মুক্ত করে দেয়া হবে।

সাধারণত গ্যালাক্সি নোট সিরিজ প্রফেশনাল কাজের জন্যই ব্যবহৃত হয়ে থাকে, এবার সেই অবস্থান বদলাতেই স্যামসাংয়ের এ চেষ্টা।

সৌজন্যে- টেক শহর