Search
Close this search box.
Search
Close this search box.

ক্যান্সারে আক্রান্ত বিএনপি নেতাকে গ্রেফতার, ফখরুলের প্রতিবাদ

jafirulবিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক জাফরুল হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর শ্যামলীর নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অসুস্থ জাফরুল হাসানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জাফরুল হাসান বর্তমানে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ভীষণ অসুস্থ আছেন। আইনশৃঙ্খলা বাহিনী তাঁকে গ্রেপ্তারের মধ্যদিয়ে প্রমাণ করলো আওয়ামী সরকার মনুষ্যত্বহীন সরকার। এই স্বৈরাচারী সরকারের সকল ঘৃন্য আচরণে এটি অত্যন্ত সুষ্পষ্ট যে, তারা মানবতাবোধ, সহমর্মিতা, বিবেক সবকিছুই বিসর্জন দিয়েছে।

chardike-ad

তিনি বলেন, দেশের মানুষকে ভীত-সন্ত্রস্ত রাখতে বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর ভয়াবহ জুলুম-নির্যাতন অব্যাহত রেখেছে সরকার। ক্ষমতার দাপট এবং ক্ষমতালোভ আওয়ামী সরকারকে হিংস্রতার শেষ সীমানায় নিয়ে গেছে।

জাফরুল হাসানকে গ্রেফতার সেই জুলুম-নির্যাতনেরই আরও একটি বর্ধিত প্রকাশ। ভীষণ অসুস্থ জাফরুল হাসানকে গ্রেফতারের নিন্দা জানিয়েছে অবিলম্বে তার মুক্তি দাবি করেন মির্জা আলমগীর।