রাজস্থলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহমদ জানান, সকালে চট্টগ্রামের জহুরুল হক বিমান ঘাঁটি থেকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার সেনাবাহিনীর রেশন নিয়ে বলিপাড়া ক্যাম্পে অবতরণের সময় হেলিকপ্টারের পাখায় আগুন লাগে। এ সময় পাইলট জরুরিভাবে হেলিকপ্টার অবতরণ করতে সক্ষম হন। পাইলট ও কো-পাইলটদের মধ্যে দুইজন সামান্য আহত হয়েছেন।
পরবর্তীতে আরেকটি হেলিকপ্টার এসে পাইলটদের উদ্ধার করে চট্টগ্রাম সামরিক হাসপাতালে নিয়ে যায়। রেশন ও হেলিকপ্টার পুড়ে গেছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।