জাপানে পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা

japanজাপানের পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। আগামী ৩১ অক্টোবর ভোট গ্রহণ করা হবে। চার বছরের জন্য নির্বাচিত নিম্নকক্ষের বর্তমান মেয়াদ অক্টোবরের ২১ তারিখে উত্তীর্ণ হয়ে যাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবারই প্রথম পার্লামেন্টের নিম্নকক্ষের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে সব কটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে।

জাপানের সংবিধানে বলা আছে, নিম্নকক্ষ ভেঙে দেওয়ার ৪০ দিনের মধ্যে নতুন নির্বাচনের তারিখ সরকারকে নির্ধারণ করে নিতে হবে।

প্রধানমন্ত্রী কিশিদা আশা করছেন করোনাভাইরাস সংক্রমণের হার ব্যাপকভাবে হ্রাস পাওয়ায় তার দল এলডিপি ভোটারদের আস্থা অর্জনে সক্ষম হবেন। সানকেই সংবাদপত্র পরিচালিত এক জরিপে দেখা গেছে, ৪৮ শতাংশ ভোটার চান কিশিদার প্রশাসন করোনাভাইরাস নিয়ে সবচেয়ে বেশি কাজ করুক।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিরোধী দলের চেয়ে এলডিপির জনসমর্থন বেশি। এলডিপিকে ভোট দিতে চান ৪৭ শতাংশ মানুষ।

কিশিদা বলেছেন, কোমেই পার্টির সঙ্গে যে জোট গঠন করা হয়েছে তা ২৩৩টি আসনে বিজয়ী হবে বলে তারা আশা করছেন। নিম্নকক্ষে মোট আসনসংখ্যা হচ্ছে ৪৬৫টি।