‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পূর্বঘোষিত প্রতিবাদ কর্মসূচি আটকানোর জন্য সচিবালয়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছ।
আজ মঙ্গলবার (২৭ মে) প্রশাসনের প্রাণকেন্দ্রে বাড়তি সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। বিশেষায়িত বাহিনী সোয়াটের পাশাপাশি পাশাপাশি দায়িত্বে আনা হয়েছে বিজিবি সদস্যদের।
এছাড়া নিয়মিত নিরাপত্তার দায়িত্বে থাকা আর্ম ডফোর্স ব্যাটালিয়ন, পুলিশ ও আনসার সদস্যদের বাড়তি উপস্থিতি দেখা গেছে।
সচিবালয়ের বাইরে দুটি এপিসি দাঁড় করিয়ে রাখতে দেখা গেছে।
গতকালই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজ সচিবালয়ের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে বলে জানানো হয়। আজ সকাল থেকে সাংবাদিকদের প্রবেশও বন্ধ রেখেছে।
নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশ না দেওয়া পর্যন্ত সাংবাদিকদেরও প্রবেশ করতে দেওয়া হবে না।
এদিকে সচিবালয়ের ১ নম্বর গেটের বিপরীতে ওসমানী স্মৃতি মিলনায়তনের দেয়াল ঘেঁষে জুলাই মঞ্চ নামে একটি সংগঠন সচিবালয় জাতীয় রাজস্ব বোর্ডসহ (এনবিআর) বাংলাদেশে থাকা দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের দোসর আমলাদের বিরুদ্ধে ‘ফ্যাসিবাদ উৎখাতে যাত্রা’ শীর্ষক অবস্থান কর্মসূচি পালন করছে।
‘ফ্যাসিবাদের আমলারা হুঁশিয়ার, সাবধান’, ‘ফ্যাসিবাদ উৎখাত’, ‘একটা একটা আমলা ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘আবু সাঈদ, মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন জুলাই মঞ্চের আয়োজকরা।
এদিকে অধ্যাদেশ বাতিলের আন্দোলন অব্যাহত রাখতে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সব সংগঠন নিয়ে সোমবার গঠিত ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম’-এর কো চেয়ারম্যান ও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি মো. বাদিউল কবীর বলেন, প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।