প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, এখন থেকে ভুল সংবাদ পরিবেশন করলে সরকার আইনি ব্যবস্থা নেবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজ বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
উপ-প্রেস সচিব বলেন, বুধবার প্রকাশিত কয়েকটি সংবাদপত্রে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ নিয়ে মিথ্যা, ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর খবর প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে প্রেস উইং থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে নিশ্চিত হওয়া গেছে।
‘আমরা আশা করব পত্রিকাগুলো তাদের ভুল স্বীকার করবে। সংবাদপত্রের যে স্থানে এই খবর প্রকাশ করেছে, সেখানে সংশোধনী ও ভুল স্বীকার প্রকাশ করবে’, যোগ করেন তিনি।
উপ-প্রেস সচিব আরও বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে খুব উদার। আমরা সমালোচকদের স্বাগত জানাই। কিন্তু কাউকে এমন কোনো লাইসেন্স দেওয়া হয়নি যে চাইলেই ভুল তথ্য প্রকাশ বা প্রচার করবেন, মানুষকে বিভ্রান্ত করবেন। এখন থেকে কেউ এ রকম কিছু করলে তার বিরুদ্ধে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।’