শনিবার । জুলাই ১২, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৭ জুন ২০২৫, ৬:০৬ অপরাহ্ন
শেয়ার

ঢাকায় ফের ভিসা কার্যক্রম চালু করলো অস্ট্রেলিয়া, ধন্যবাদ প্রধান উপদেষ্টার


Younus

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ঢাকায় পুনরায় ভিসা কার্যক্রম শুরু করায় অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানিয়েছেন।

মঙ্গলবার (১৭ জুন) অস্ট্রেলিয়ার নতুন হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

হাইকমিশনার রাইল বলেন, “এখন থেকে অনলাইনে অস্ট্রেলিয়ার ভিসার জন্য আবেদন করা যাবে। বর্তমানে ৬৫,০০০ জনের বেশি বাংলাদেশি অস্ট্রেলিয়ায় থাকেন, আর প্রায় ১৪,০০০ শিক্ষার্থী সেখানে পড়াশোনা করছেন।”

প্রসঙ্গত, তারা সরকারের চলমান সংস্কার, আসন্ন নির্বাচন, দ্বিপাক্ষিক বাণিজ্য এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন।

প্রধান উপদেষ্টা বলেন, “আমরা কঠিন সময় পার করে বর্তমানে অনেক পরিবর্তন আনছি। আমাদের লক্ষ্য হলো বিচারব্যবস্থা, প্রশাসন এবং সংবিধান সংস্কার করা। সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করে আমরা সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। আগামী মাসে ঐতিহাসিক জুলাই আন্দোলনের বার্ষিকীতে আমরা ‘জুলাই সনদ’ প্রকাশ করবো।”

তিনি আরো বলেন, “অনেক বছর পর মানুষ বিশেষ করে নতুন ভোটাররা সঠিকভাবে ভোট দিতে পারবে। আমি আশা করি এতে একটি আনন্দঘন পরিবেশ সৃষ্টি হবে।”

নির্বাচনে সহায়তার কথা জানিয়ে অস্ট্রেলিয়ান হাইকমিশনার বলেন, “অস্ট্রেলিয়া ইউএনডিপি’র মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশনকে ২ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দেবে, যাতে তাদের দক্ষতা বাড়ে। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বাণিজ্য এখন বছরে ৫ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার ছুঁয়েছে এবং এটি প্রতি বছর গড়ে ১৬.২% করে বাড়ছে।”

সুসান রাইল বলেন, “অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে ৩,০০০ বাংলাদেশি শিক্ষার্থী প্রশিক্ষণ নিয়ে দেশে ভালো কাজ করছেন।”

রোহিঙ্গা শরণার্থী প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১০ লাখ রোহিঙ্গার জন্য আরো সাহায্য প্রয়োজন।”

জবাবে রাইল বলেন, “সম্প্রতি অস্ট্রেলিয়া আরও ৯.৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার মানবিক সহায়তা দিয়েছে। ২০১৭ সাল থেকে মোট সহায়তা দাঁড়িয়েছে ৫৫৩.৬ মিলিয়ন ডলার। যেদিন মিয়ানমারে উপযুক্ত পরিবেশ তৈরি হবে, সেদিন আমরা রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানের সঙ্গে ফিরে যেতে সাহায্য করবো।”

বাংলাদেশে কাজ শুরু করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে রাইল বলেন, “আমি বাংলাদেশে এসে খুব খুশি। আমি অনেকদিন ধরেই এই দেশের সংস্কৃতি ও রাজনীতি সম্পর্কে আগ্রহী।”

উল্লেখ্য, বৈঠকে প্রফেসর ইউনূস বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের আরো বেশি স্কলারশিপ দেওয়ার আহ্বান জানান অস্ট্রেলিয়ার নতুন এই হাইকমিশনারকে।