বুধবার । জুলাই ১৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৫ জুন ২০২৫, ৩:০০ অপরাহ্ন
শেয়ার

নূরুল হুদার পর এবার সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেপ্তার


habibul-awalসাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দুপুরে রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

এর আগে, একই মামলায় তিন দিন আগে গ্রেপ্তার করা হয় সাবেক সিইসি কে এম নূরুল হুদাকে। ‘জনগণের ভোট ছাড়া’ নির্বাচন আয়োজনের অভিযোগে বিএনপির দায়ের করা মামলায় এই দুই সাবেক নির্বাচন কমিশনারই এখন আসামি।

আওয়ামী লীগ সরকারের আমলে ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি সিইসির দায়িত্ব নেন কাজী হাবিবুল আউয়াল। তার কমিশনের অধীনেই ২০২৪ সালের বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি, জামায়াতসহ অনেক রাজনৈতিক দলের বয়কটের কারণে এ নির্বাচনকে ‘অংশগ্রহণমূলক’ দেখাতে স্বদলীয় ‘ডামি প্রার্থী’ তত্ত্ব উদ্ভাবন করেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। এজন্য এটি ‘ডামি নির্বাচন’ হিসেবেও সমালোচিত হয়।

ফ্যাসিবাদী আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে নির্বাচনে জালিয়াতির অভিযোগে ২২ জুন দুপুরে ২৪ জনের নামে মামলা করে বিএনপি। এতে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদ, সাবেক সিইসি কে এম নুরুল হুদার পাশাপাশি কাজী হাবিবুল আউয়ালকেও আসামি করা হয়।

এই মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন উল্লিখিত সিইসিদের কমিশনের বেশিরভাগ নির্বাচন কমিশনার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক এসবি প্রধান মো. মনিরুল ইসলামও।

শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক বলেন, আগে যেসব নির্বাচন কমিশনে কর্মকর্তারা ছিলেন, অভিযোগকারীর দৃষ্টিতে সাংবিধানিক প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও, তারা সে সময় ভয়-ভীতি দেখিয়ে ভোট সম্পন্ন করেন এবং জনগণের ভোট ছাড়া প্রার্থীদের বিজয়ী করেন। সংসদ সদস্যদের বিজয়ী ঘোষণা করা অভিযোগকারীদের দৃষ্টিতে দণ্ডনীয় ছিল, সে সমস্ত অপরাধের ফিরিস্তি নিয়ে ২৪ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেছে।