রাষ্ট্রীয় সংস্কারে অবদানের স্বীকৃতিস্বরূপ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা করতে কেন নির্দেশ দেওয়া হবে না—তা জানতে চেয়ে হাইকোর্ট গতকাল সোমবার একটি রুল জারি করেছে।
এ বিষয়ে সরকার আজ এক বিবৃতি দিয়ে জানিয়েছে, অধ্যাপক ইউনূস নিজে এই ধরনের উপাধি পেতে আগ্রহী নন এবং সরকারও তাকে এ উপাধি দেওয়ার কোনো পরিকল্পনা করছে না।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, হাইকোর্টের রুলটি সরকারের নজরে এসেছে এবং আদেশের অনুলিপি পাওয়ার পর সরকার যথাসময়ে আদালতে জবাব দেবে।
বিবৃতিতে আরও বলা হয়, “সরকার স্পষ্ট করতে চায়, অধ্যাপক ইউনূস নিজে ‘জাতীয় সংস্কারক’ উপাধি পেতে ইচ্ছুক নন। পাশাপাশি, সরকারের পক্ষ থেকেও তাকে এ ধরনের স্বীকৃতি দেওয়ার কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা নেই।”
সরকার মনে করে, এই রিটটি একজন ব্যক্তি নিজ উদ্যোগে দায়ের করেছেন এবং এর পেছনে কী ভিত্তি রয়েছে, তা স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অ্যাটর্নি জেনারেলের দপ্তর কাজ করবে বলেও বিবৃতিতে জানানো হয়।
সূত্র: বিএসএস


































