Search
Close this search box.
Search
Close this search box.

বাংলাদেশের ৬০ শতাংশ প্রকল্পের কাজ সময়মতো শেষ হয় না

বাংলাদেশের ৬০ শতাংশ উন্নয়ন প্রকল্পের কাজ যথাসময়ে শেষ হয় না। পাঁচ বছরে সরকারি প্রকল্পগুলোর গড় ব্যয় বেড়েছে ৪২ শতাংশ। একই সময়ে প্রকল্পগুলোর বাস্তবায়নকাল বেড়েছে গড়ে তিন বছর। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্ট্রেনদেনিং পাবলিক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম প্রকল্পের উদ্বোধনী কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে পরিকল্পনা কমিশন ও জাপানি উন্নয়ন সংস্থা জাইকা।

JICAসরকারি বিনিয়োগ ব্যবস্থাপনায় দুর্বলতার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি করেছে জাইকা। পরিস্থিতির উত্তরণে সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনায় টেকসই উন্নয়ন চায় সংস্থাটি। এ লক্ষ্যে নেয়া হচ্ছে দ্য স্ট্রেনদেনিং পাবলিক ইনভেস্টমেন্ট সিস্টেম (এসপিআইএমএস) প্রকল্প। এতে জাইকা ৪০ কোটি টাকা সহায়তা দেবে। প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ৫০ কোটি টাকা। ২০১৭ সালে এর কাজ শেষ হবে।

chardike-ad

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। পরিকল্পনা সচিব ভূঁইয়া সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত জাইকার চিফ রিপ্রেজেনটেটিভ মিকিও হাতায়েদা।

অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমাদের প্রকল্পগুলোর ব্যয় ও মেয়াদ বাড়ছে। এটা কখনই কাম্য নয়। এজন্য সুব্যবস্থাপনা প্রয়োজন। প্রয়োজন সত্যিকারভাবে অবদান রাখতে পারে, এমন প্রকল্প নির্বাচন। প্রকল্পে জড়িত প্রত্যেকের স্বপ্রণোদিত হয়ে কাজ করা দরকার।’

মিকিও হাতায়েদা বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ে উন্নীত করতে হলে প্রকল্প বাস্তবায়নের গুণগত মানের দিকে নজর দিতে হবে। এজন্য সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ানোর বিকল্প নেই। বার্ষিক উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন হার ভালো হলেও এর গুণগত মান নিয়ে ভাবার সময় এসেছে। এক্ষেত্রে জাপানের অভিজ্ঞতা বাংলাদেশের কাজে লাগবে বলেও তিনি উল্লেখ করেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কার্যক্রম বিভাগের যুগ্ম প্রধান সায়েদুল হক ও এসপিআইপিএস প্রকল্পে টিম লিডার ড. তোশিয়াসু কাতু। এতে তারা বলেন, সার্বিক উদ্দেশ্য অর্জন করতে প্রকল্প প্রণয়নের ধাপগুলোকে আরো গতিশীল করতে হবে।