Search
Close this search box.
Search
Close this search box.

Tofayel-ahmed20140115174648কোরিয়ায় অনুষ্ঠিতব্য আর্ন্তজাতিক সেমিনারে অংশ নিতে কোরিয়া পৌঁছেছেন বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ২৯ জন ব্যবসায়ী। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহেমেদর নেতৃত্বে এ প্রতিনিধি দল কোরিয়া ফাউন্ডেশন প্রোগ্রাম”- শীর্ষক এ সেমিনারে অংশ নিবেন। কোরিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এবং অন্যান্য ব্যবসায়ী সংগঠনের কর্মকর্তাবৃন্দ বিভিন্ন ব্যবসায়ী ফোরামের সাথে বৈঠকে অংশ নিবেন। এছাড়া বাণিজ্যমন্ত্রী কোরিয়া-বাংলাদেশ বৈঠকে বক্তব্য রাখবেন। গোলটেবিল বৈঠকে বাংলাদেশের বিকাশমান অর্থনীতি, সম্ভাব্য বিনিয়োগকারীদের আকৃষ্টকরণ এবং কোরিয়ান ব্যবসায়িক সম্প্রদায়ের সঙ্গে নতুন নেটওয়ার্ক সৃষ্টি করার বিষয়ে আলোচনা হবে।

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ(বেপজা)-এর নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান খান বাণিজ্যমন্ত্রীর সফরসঙ্গী রয়েছেন। আগামী ২৮ সেপ্টেম্বর বাণিজ্যমন্ত্রী দেশে ফিরবেন।

chardike-ad