Search
Close this search box.
Search
Close this search box.

অর্থনীতিতে নোবেল পেলেন জ্যাঁ তাইরোল

novel economicsএ বছর অর্থনীতিতে নোবেল পেয়েছেন ফরাসি অর্থনীতিবিদ জ্যঁ তাইরোল। সোমবার সুইডেনের রাজধানী স্টকহোমে স্থানীয় সময় দুপুর ১২টায় এ পুরস্কার ঘোষণা করা হয়। ‘বাজার সক্ষমতা ও নিয়ন্ত্রণ’ বিষয়ে বিশ্লেষণের জন্য তাকে এ পুরস্কার দেয়া হয়েছে বলে নোবেল প্রদান কমিটি জানিয়েছে।

১৯৫৩ সালে ফ্রান্সের ট্রয়েসে জন্ম নেয়া তাইরোল ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি থেকে ১৯৮১ সালে পিএইচডি সম্পন্ন করেন। প্রসঙ্গত, ১৯৬৯ সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেয়ার প্রচলন শুরু হয়। সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক এই পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেয়। আর পুরস্কার প্রদানের বিষয়টি পরিচালনা করে সুইডেনের রয়্যাল একাডেমি অফ সায়েন্স।   -বিসিসি ও রয়টার্স

chardike-ad