রবিবার । ডিসেম্বর ২১, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২১ ডিসেম্বর ২০২৫, ৮:৪৫ পূর্বাহ্ন
শেয়ার

প্রবাসীদের কাছে সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালট প্রেরণ শুরু


postal-vote-bd

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধিত প্রবাসী ভোটারদের মধ্যে শুক্রবার এবং শনিবার সন্ধ্যায় ১০টি দেশের মোট ৪১ হাজার ৫৪৩ জন ভোটারের কাছে ব্যালট পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান।

ইসির তথ্য অনুযায়ী, প্রথম দিনে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীদের কাছে ব্যালট পাঠানো হয়। পরদিন যুক্তরাষ্ট্র, চীন, কুয়েত, কাতার, সৌদি আরব, জাপান ও দক্ষিণ কোরিয়ার প্রবাসীদের কাছে ব্যালট পৌঁছায়।

২১ জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর অ্যাপ ও ইসির ওয়েবসাইট থেকে ভোটাররা প্রার্থী তালিকা দেখতে পারবেন। অ্যাপে লগইন করে ব্যালট পেপারে পছন্দের প্রতীকে টিক বা ক্রস চিহ্ন দিয়ে ভোট দিতে পারবেন প্রবাসীরা। কেউ প্রতীক বরাদ্দের আগেই ভোট দিলে তা বাতিল হবে না বলেও নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।

এদিকে, শনিবার সন্ধ্যা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধিত ভোটারের সংখ্যা পৌঁছেছে ৫ লাখ ৪০ হাজার ৬১০ জনে। প্রবাসী ছাড়াও সরকারি দায়িত্বে থাকা এবং নিজ এলাকা থেকে বাইরে অবস্থানরত কর্মকর্তারাও অ্যাপের মাধ্যমে ভোট নিবন্ধন করছেন।