শনিবার । ডিসেম্বর ২০, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ২০ ডিসেম্বর ২০২৫, ১১:২৯ অপরাহ্ন
শেয়ার

ইলিয়াসের আরও একটি পেজ সরালো মেটা


ইলিয়াস হোসেন ।। ছবি: সংগৃহীত

‘সহিংসতা উস্কে দেওয়া’র অভিযোগে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেনের আরও একটি ফেসবুক পেজ সরিয়ে ফেলেছে মেটা। ফলে দুইদিনের মধ্যে ইলিয়াস হোসেনের দুটি ফেসবুক একাউন্ট সরিয়ে ফেলা হলো।

এর আগে গতকাল শুক্রবার রাতে ইলিয়াসের প্রায় ২২ লাখ অনুসারীর ভেরিফায়েড একটি পেজ সরিয়ে নেয় ফেসবুক কর্তৃপক্ষ।

এরপর ইলিয়াস ৮ লক্ষাধিক ফলোয়ার যুক্ত আরেকটি ফেসবুক পেইজ ব্যবহার শুরু করলে সেটিও আজ রিমুভ করা হয়। পেজগুলো সার্চ করলে এখন আর পাওয়া যাচ্ছে না।

১৮ ডিসেম্বর রাতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার অফিসে হামলা করে দুটি ভবন পুড়িয়ে দেয় একদল দুর্বৃত্ত। হামলা চলাকালীন ইলিয়াস হোসেনের ফেসবুক পেইজ দুটি থেকে হামলা সফল করার আহ্বান জানিয়ে লাগাতার পোস্ট করা হয়। এরপর একদিনের ব্যবধানে দুটি পেইজই রিমুভ করলো মেটা।