
গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের পর চলতি মৌসুমে ব্যাকফুটে রয়েছে লিভারপুল। আক্রমণভাগে ধার হারিয়ে দলের সংগ্রামের জন্য দায় পড়েছে মূল তারকা মোহামেদ সালাহর ওপর। ফর্মহীনতার কারণে শুরুতে তাকে বদলি হিসেবে খেলানো হয়। পরবর্তী কয়েকটি ম্যাচে শুরুর একাদশ তো দূরে থাক, মাঠেই নামার সুযোগ পাননি তিনি।
এসময় ক্ষোভ প্রকাশ করে কোচ আর্নে স্লটকে উদ্দেশ্য করে সালাহ বলেন, “মনে হচ্ছে সব দায় আমার। কোচের সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল। কিন্তু এখন মনে হচ্ছে তার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। আমাকে ছুড়ে ফেলা হচ্ছে।”
এই মন্তব্যের পর চ্যাম্পিয়নস লিগের দল থেকে বাদ পড়ে আরও কঠিন পরিস্থিতিতে পড়েন সালাহ। মিলান সফরেও ছিলেন না দলে। যদিও পরের লিগ ম্যাচে মাঠে ফিরেছিলেন তিনি।
তবে পরিস্থিতি পুরোপুরি পাল্টে যায় সতীর্থদের সঙ্গে খোলামেলা আলোচনার পর। লিভারপুল মিডফিল্ডার কার্টুস জোনস জানান, সতীর্থদের কাছে সবকিছুর জন্য ক্ষমা চেয়েছেন সালাহ। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “সালাহ আমাদের কাছে ক্ষমা চেয়েছে। তিনি বলেছেন, আমি যদি কাউকে আহত করে থাকি বা খাটো করে থাকি, তার জন্য দুঃখিত। মানুষ হিসেবেও তিনি ঠিক এমনই।”
সালাহর ইতিবাচক ব্যক্তিত্বের প্রশংসা করে জোনস জানান, দলের ভেতর আগের মতোই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় আছে। সালাহ হাসিমুখেই সময় কাটাচ্ছেন এবং কারও সঙ্গে কোনও দূরত্ব সৃষ্টি হয়নি। তার ক্ষোভ প্রকাশকে চ্যাম্পিয়ন মানসিকতার অংশ বলেও উল্লেখ করেন জোনস।
সালাহর ফর্মে ফেরার অপেক্ষায় এখন লিভারপুল শিবির। দলও চাইছে তার অভিজ্ঞতা ও নেতৃত্ব মাঠে নতুন করে আলো ছড়াক।









































